প্রতিষ্ঠানের সূচনার সংক্ষিপ্ত ইতিহাস
আসআদুল উলুম মাদরাসাটি ১লা জানুয়ারী ২০১৯ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার বাসিন্দা জনাব সৈয়দ মুহাম্মদ হাবিবুল্লাহ সাহেব বেশ কিছুদিন ধরেই একটি মক্তব ও সাথে পারিবারিক কবরস্থান প্রতিষ্ঠা করার খেয়ালে সৈয়দ বাড়ী থেকে সামান্য পূর্ব দিকে রাস্তার পাশে ১০ (দশ) শতাংশ জায়গা বায়না করেন। কিন্তু পরবর্তীতে জায়গার মালিক কোন এক কারণে জায়গাটি বিক্রয় না করে বায়নার টাকা ফেরত প্রদান করেন। পরবর্তীতে তার বর্তমান জায়গাটি (৯৯ ডিসেমল) মক্তব ও কবরস্থানের জন্য নির্ধারণ করেন। ১০ শতাংশ জায়গা পারিবারিক কবরস্থানের জন্য রেখে অবশিষ্ট ৮৯ শতাংশ জায়গা মক্তবের জন্য নির্ধারণ করেন।
২০১৮ সালের প্রথমদিকে আনুমানিক ২০ (বিশ) শতাংশ জায়গা মক্তব করার জন্য মাটি ভরাট করা হয়। মক্তব প্রতিষ্ঠা করা নিয়ে মাওলানা শফীকুল ইসলাম, মুহাদ্দিস, আফতাবনগর মাদরাসা, রামপুরা, ঢাকা-এর সাথে পরামর্শ করলে, উনি নূরানী মক্তব যেখানে ছাত্ররা আবাসিকভাবে থাকবে, প্রাথমিকভাবে এরকম একটি নূরানী মক্তব প্রতিষ্ঠা করার পরামর্শ দিলেন। অতপর আমাদের দাওয়াতের প্রেক্ষিতে উল্লেখিত আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল হযরত মুফতী মোহাম্মদ আলি সাহেব মাদরাসার জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শন করার দাওয়াত কবুল করেন। হযরত ১লা মে ২০১৮ইং রোজ মঙ্গলবার গড়পাড়ায় আসলেন এবং মাটি ভরাটকৃত জায়গায় দাড়িয়ে মাদরাসার জন্য এবং এলাকার জন্য খুব দোয়া ও কান্নাকাটি করেন। একথাও তিনি বললেন যে, "আপনারা বড় আকারের মাদরাসা করার নিয়ত করেন, জায়গাটি আমার খুব ভালো লেগেছে।" তার কয়েক মাস পর হযরত নিজেই এই মাদরাসার নাম রাখলেন " আসআদুল উলুম মাদরাসা"।
ম্যানেজিং কমিটি
এই প্রতিষ্ঠান কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কিরামের জীবনাদর্শের আলোকে গড়ে উঠা ইসলামী ভাবাদর্শের পূর্ণ অনুসারী থাকবে। 'মা আনা আলাইহি ওয়া আসহাবী' (আমি ও আমার সাহাবীরা যে মত ও পথের উপর প্রতিষ্ঠিত)-এর পূর্ণাঙ্গ অনুসরণের চেতনায় উদ্বুদ্ধ তাবেঈন, তাবে-তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদীন, সুলাহায়ে উম্মত তথা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের চিন্তাধারার উপর সদা প্রতিষ্ঠিত থাকবে। সকল হকপন্থী মাজহাব ও দল-মতের প্রতি উদার ও সহনশীল মানসিকতা পোষণ করবে। আধ্যাত্মিক ধারায় সূফীবাদের অনুসরণে স্বীকৃত চার আধ্যাত্মিক ধারা যথা: চিশতিয়া, কাদেরিয়্যাহ, নকশবন্দিয়াহ, মুজাদ্দেদিয়াহ
সভাপতি
সৈয়দ মোঃ আখতার
সহ-সভাপতি
সৈয়দ মোঃ লেনিন (শহিদ)
মুতাওয়াল্লী ও প্রতিষ্ঠাতা পরিচালক
সৈয়দ মুহাম্মাদ হাবিবুল্লাহ